খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স সভা অনুষ্ঠিত


খুলনা, ২৯ মে ২০২৫:

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০১৩) বাস্তবায়নে গঠিত খুলনা বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো. ফিরোজ সরকার, অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার, খুলনা। সার্বিকভাবে সভা পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম।

সভায় আগামীর কার্যক্রম বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠনের প্রতিনিধি কাজী মোহাম্মদ হাসিবুল হক। সভায় খুলনা বিভাগের সরকারি অফিসের দপ্তর প্রধানগন ও প্রতিনিধিসহ স্বাস্থ্য, শিক্ষা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণে একমত পোষণ করেন এবং বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ প্রদান করেন। এর মধ্যে রয়েছে বিভাগীয় টাস্কফোর্স কমিটির কার্যক্রম আরও জোরদার করা, জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স সভাগুলো নিয়মিত করা এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাঠপর্যায়ে আইন বাস্তবায়ন নিশ্চিত করা। তামাক কোম্পানির আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা তৈরির পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে তামাকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া। তামাকচাষ নিরুৎসাহিত করে বিকল্প ফসল চাষে কৃষকদের উৎসাহ প্রদান করা। একইসাথে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, টকশো ইত্যাদির আয়োজনের প্রস্তাব করা হয়।

সভায় মাসিক সভা ও সেমিনারের মাধ্যমে তামাকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। ঈদ বা উৎসব কেন্দ্রিক হাটবাজারে তামাকজাত দ্রব্যের প্রচার ও বিক্রি নিয়ন্ত্রণে প্রশাসনের সুনির্দিষ্ট ভূমিকার ওপর জোর দেওয়া হয়। একইসঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদে জুমার খুতবায় তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। সরকারি দপ্তরের প্রধানদের নিজ নিজ অফিস ধূমপানমুক্ত রাখার বিষয়ে দৃষ্টান্ত স্থাপন এবং পুলিশ, শিক্ষক ও চিকিৎসকদের কর্মঘণ্টায় ধূমপান থেকে বিরত থাকার নৈতিক দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনার সুপারিশ উঠে আসে।

সভায় উপস্থিত সকল সদস্য একমত হন যে, সমন্বিত প্রয়াস, কার্যকর আইন বাস্তবায়ন এবং গণসচেতনতার মাধ্যমে খুলনাসহ সমগ্র দেশকে ধূমপান ও তামাকের করাল গ্রাস থেকে মুক্ত করা সম্ভব।

Share This News