বৈঠকের প্রস্তুতি চলছে, ইরান ‘আলোচনায় বসতে চায়: ট্রাম্প

সংবাদমাধ্যম ‘ডন’ ও ‘দ্য হিন্দু’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক অভিযানের হুমকি এবং ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির নেতৃত্ব আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।

খবরে বলা হয়, গতকাল রবিবার এ কথা বলেন ট্রাম্প।

সংবাদমাধ্যম দুটি জানায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চায়। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী।”

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “তবে বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।”

Share This News