নির্বাচন কমিশন কোনো চাপে নেই, সব দলকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: কমিশনার আনোয়ারুল

রাজনৈতিক দলগুলোর অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন কোনো ধরনের চাপের মধ্যে নেই। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

কমিশনার আনোয়ারুল জানান, বড়-ছোট দলের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না। নির্বাচনে অংশ নেওয়া সব দল কমিশনের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, “বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান।”

রাজনৈতিক দলের নেতারা নিয়মিত কমিশনে এসে তাদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে এবং ছোটখাটো সমস্যা দ্রুত সমাধান করা যাচ্ছে। তবে এখনো কোনো বড় সমস্যার মুখোমুখি হতে হয়নি বলে জানান কমিশনার।

আপিল শুনানি প্রসঙ্গে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, শুনানিতে প্রার্থীদের উপস্থাপনা দেখে মনে হয়েছে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রার্থীরা ভোটের মাঠেও একই ধারাবাহিকতা বজায় রাখবেন।

কমিশনের ওপর কোনো চাপ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তিনি বলেন, “একটি কমিশনের একটিমাত্র জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। কোনো কমিশনই দুইবার সুযোগ পায় না। তবে কমিশন একদমই কোনো চাপে নেই।”

Share This News