ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এলিট বাহিনী রাদওয়ান ফোর্সের ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সোমবার গভীর রাতে চালানো এই অভিযানে একাধিক এলাকায় বিস্ফোরণে আকাশ-ভূমি কেঁপে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো ও প্রশিক্ষণ ক্ষেত্র, যেগুলো থেকে রাদওয়ান ফোর্স ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। সেনাবাহিনীর ভাষ্য—“রাদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড ধ্বংস করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।”
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার বৈরুতে হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে। ইসরায়েল বলছে, এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর হুমকি কমানো।
বর্তমানে লেবানন সীমান্তজুড়ে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স