অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষরিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে দেশে প্রথমবারের মতো ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়েছে

তিনি বলেন, আজকের এই ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এটি শুধুমাত্র একটি আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। এটি আমাদের সম্মিলিত প্রয়াস। আমি বিশ্বাস করি, এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা

কার্যক্রম আরও গতিশীল হবে। এটি হবে অগ্রগতির একটি নতুন মাইলফলক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অংসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ বলেন, আমাদের খুলনার স্বাস্থকর শহর প্রকল্পের জন্য এই ৩৫ টি মন্ত্রণালয়ের যৌথ সাক্ষর, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিয়ামের নির্াহী পরিচালকএ্যাড.মোঃ মাছুম বিল্লাহ বলেন, এ উদ্যোগ বাংলাদেশকে স্বাস্থকর করে তুলবে। তবে শুধুমাত্র স্বাক্ষর নয়,করতে হবে বাস্তবায়ন।

Share This News