কিরগিজস্তান থেকে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে নেওয়ার পর কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে তারা কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিদেশে প্রতারণার ফাঁদে বাংলাদেশিরা

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সমন্বয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাদের দেশে ফেরার পর সহায়তা প্রদান করে।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কিরগিজস্তানে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, নথিপত্রহীন অবস্থায় পড়েন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এমনকি অনেক পরিবারকে প্রবাসীদের মুক্তিপণের অর্থ দিতে হয়েছে।

ব্র্যাকের সহযোগিতা কার্যক্রম

ব্র্যাক জানিয়েছে, বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে গত আট বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছে তাদের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় গত আট বছরে ৩৫ হাজারেরও বেশি প্রবাসীকে নানা সহযোগিতা করা হয়েছে। শুধু ২০২৪ সালেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪০ জন প্রবাসীকে উদ্ধার করা হয়েছে।

Share This News