খুলনা: দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার থেকে আবার ক্লাস শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাস শুরু হয়ে ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও ধীরে ধীরে ক্লাস শুরুর প্রস্তুতি চলছে।
বিভিন্ন জায়গা থেকে বাস, ভ্যান, রিকশা ও অটোরিকশায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছে। তবে হঠাৎ করেই ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়ায় অনেক শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে পৌঁছাতে পারেননি।
গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন এবং আনুষ্ঠানিক নোটিশ জারি করেন। উপাচার্য গত দুই দিন শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে একাধিক বৈঠক করে আলোচনা সম্পন্ন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ডেইলি স্টারকে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছে, ক্লাস ও তদন্ত একসঙ্গে চলবে। এজন্য আজ থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সকাল থেকেই ক্লাস শুরু হয়েছে।”
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানান, “উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে এবং শিক্ষকরা ক্লাসে যোগ দিচ্ছেন।”
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, “নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর একটি কার্যকর সমাধানের দ্বার খুলেছে। পাঁচ মাস বন্ধ থাকার পর আবার ক্লাস শুরু হওয়ায় আমরা সবাই ভীষণ খুশি ও উচ্ছ্বসিত। সেশনজট ও শিক্ষাজীবনের অনিশ্চয়তা নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। ক্যাম্পাসে ফিরে আসতে পেরে অনেকে আনন্দিত।”
ফেব্রুয়ারি ১৮ তারিখে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েটে সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এই সংঘর্ষে অনেকে আহত হন এবং আন্দোলনের ফলে উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করা হয়। মে মাসে অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকদের বিরোধিতার মুখে ২২ মে তিনি পদত্যাগ করেন। পরে জুনে নতুন উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি।
বিভিন্ন সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ভিসির অনুপস্থিতিতে সংকটের সমাধান হচ্ছিল না। অবশেষে ২৪ জুলাই বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন ভিসির দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয় এবং অবশেষে আজ থেকে ক্লাস শুরু করার ঘোষণা আসে।