ফিলিস্তিনকে জাতিসংঘে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা ঘোষণা

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন যে চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম।

তিনি জানান, এই স্বীকৃতির সিদ্ধান্ত এসেছে গাজাসহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের নীতি ও দমনমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে। তবে স্বীকৃতির আনুষ্ঠানিক কার্যকারিতা নির্ভর করবে দুটি শর্ত পূরণের ওপর—

বন্দি ফিলিস্তিনি ও ইসরায়েলি নাগরিকদের মুক্তি।

ফিলিস্তিনের রাজনৈতিক পরিচালনায় হামাসের আর কোনো ভূমিকা না থাকা।

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে মোট ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা।

সরকারি ক্রয়নীতিতে ইসরায়েলি কোম্পানির সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন।

হামাস ও ইসরায়েলি চরমপন্থী নেতাদের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানো।

বেলজিয়ামে ইসরায়েলি ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগ চুক্তি সীমিত করা।

কনসালার সেবা ও দ্বিপাক্ষিক সহযোগিতার কিছু ক্ষেত্র স্থগিত রাখা।

আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থার মাধ্যমে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে সহযোগিতা বাড়ানো।

আন্তর্জাতিক প্রেক্ষাপট

এই সিদ্ধান্ত বেলজিয়ামের একক পদক্ষেপ নয়। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। সৌদি আরব ও ইউরোপের আরও কয়েকটি দেশও একই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

বেলজিয়াম সরকার মনে করছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপ—দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য জরুরি।

Source: আল জাজিরা

Share This News