ইসরায়েলের আটক থেকে ফেরত আসা মরদেহে নির্যাতনের চিহ্ন, যুদ্ধবিরতি সত্ত্বেও অব্যাহত হামলা

ইসরায়েল আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দিয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে হস্তান্তর করা এসব মরদেহের অনেকগুলোতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট ২২৫টি মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে। বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবেই এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে।

তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও হামলা

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তার ভাই আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আগে ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি পরে হাসপাতালে মারা গেছেন।

মধ্য গাজার আজ-জাহরা এলাকার আবু মেদেইন পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকেও আজ সিভিল ডিফেন্স কর্মীরা আরও এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায়ও ইসরায়েলি যুদ্ধবিমান কয়েকটি ভবনে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

Share This News