বুধবার সকালে সচিবালয়ে একটি যুগান্তকারী পদক্ষেপের উদ্বোধন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর—এই আট জেলায় এখন থেকে জামিন পাওয়া আসামিদের মুক্তি মিলবে মাত্র এক ঘণ্টায় ।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় কাগজের জামিননামার ১২টি ধাপ পেরিয়ে দিনের পর দিন অপেক্ষার যন্ত্রণা এখন ইতিহাস হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুল জানান, এর আগে আসামিদের দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতে হতো। এতে শুধু টাকাই খরচ হতো না, হয়রানিও ছিল প্রচুর। কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত লেগে যেত ।
নতুন অনলাইন প্রক্রিয়ার বড় সুবিধা হলো স্বচ্ছতা। প্রতিটি স্বাক্ষরের রেকর্ড সংরক্ষিত থাকবে, ফলে ইচ্ছা করলেও কেউ প্রক্রিয়া দীর্ঘায়িত করতে পারবে না।
বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমাতে প্রচলিত বেইলবন্ড দাখিলের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা হয়েছে । আইন মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সবার সময় ও অর্থ সাশ্রয় করবে।
উল্লেখ্য, গত অক্টোবরে নারায়ণগঞ্জ জেলায় প্রথম এই ব্যবস্থা চালু হয়, যা এখন সফলভাবে চলছে । আজকের সম্প্রসারণের মাধ্যমে মোট নয়টি জেলায় এই সেবা পাওয়া যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সারাদেশে এই ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।