কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিরসনে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকালে তিনি সংলাপে উপস্থিত হন। ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক তিন দিনের এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
গতকাল রোববার কক্সবাজারের হোটেল বে ওয়াচে শুরু হওয়া এই সংলাপে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। আগামীকাল মঙ্গলবার এ সংলাপ শেষ হবে।
আলোচনায় মানবিক সহায়তা নিশ্চিত করা, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক অঙ্গনে আরও দৃশ্যমান করা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ নির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
সংলাপের আয়োজকরা জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর মানবিক সংকট। এই সংলাপের মাধ্যমে সবার সম্মিলিত উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে তাদের শিবির গড়ে উঠেছে। দীর্ঘ সাত বছরেও এই সংকটের সমাধান হয়নি।