কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ

কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষা ও প্রকৌশল খাতকে অবহেলা করা হচ্ছে। অন্যদিকে অবৈধ নিয়োগ, নীতিমালা বহির্ভূত পদোন্নতি ও নিম্নপদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের মাধ্যমে এ খাতকে অচল করে দেওয়া হচ্ছে।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

  1. অবৈধ পদোন্নতি বাতিল: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
  2. অবৈধ নিয়োগ রদ: ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
  3. মানসম্মত কারিকুলাম: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তি বাতিল, চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু।
  4. সংরক্ষিত পদ রক্ষা: উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
  5. কারিগরি জনবল নিয়োগ: কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ।
  6. মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়: স্বতন্ত্র “কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” প্রতিষ্ঠা, “কারিগরি শিক্ষা সংস্কার কমিশন” গঠন এবং নতুন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে একাডেমিক কার্যক্রম শুরু।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন।

Share This News