খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের সতর্কতামূলক অভিযান

খুলনা, ০৭ জানুয়ারি ২০২৬: খুলনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকারের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছের তত্ত্বাবধানে নগরীর লবনচরা থানাধীন জিরো পয়েন্ট মোড় এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তামাক নিয়ন্ত্রণে ফোকাল পার্সন) নাজমুস সাকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং মো. জাকারিয়া।

অভিযানকালে সাধারণ জনগণকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সম্পর্কে অবহিত করা হয়। ম্যাজিস্ট্রেটরা জানান, অধ্যাদেশ অনুযায়ী সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানসহ সকল প্রকার তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ পূর্বের ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্যাকেট প্রদর্শন ও প্রচারণাও নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ এবং শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পুলিশের চৌকস সদস্যদের পাশাপাশি জেলা টাস্কফোর্স কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ ও কাজী মোহাম্মদ হাসিবুল হক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This News