০৬/১১/২০২৫- খুলনা, বৃহস্পতিবার:
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় “হেলদি সিটি ফোরাম”-এর এক বিশেষ সভা। সভার সভাপতিত্ব করেন সরদার আবু তাহের, সভাপতি, আমরা বৃহত্তর খুলনাবাসী।
সভায় সদস্যদের উপস্থিতিতে ও সর্বসম্মত সিদ্ধান্তে বেলা’র বিভাগীয় সমন্বয়কারী, মাহফুজুর রহমান মুকুল-কে আহ্বায়ক এবং সিয়াম-এর নির্বাহী পরিচালক এডভোকেট মাসুম বিল্লাহ-কে সদস্য সচিব করে “হেলদি সিটি ফোরাম”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন-
শেখ ওমর ফারুক কচি, সাধারণ সম্পাদক, আবু তাহের সেক্রেটারি আমরা বৃহত্তর খুলনাবাসী
আসিফ আহমেদ, সেক্রেটারি, বিআইপি; মোঃ সাজ্জাদ হোসেন, খুলনা জেলা নৌস্কাউটস; খান হাবিবুর রহমান, লাইসেন্স অফিসার, কেসিসি; কাজী মোহাম্মদ হাসিবুল হক, সিএলপিএ ট্রাস্ট; মোঃ মোস্তাফিজুর রহমান শাকিল, প্রোগ্রাম ম্যানেজার, সিয়াম; মাহাথির মোহাম্মদ অথৈ, খুলনা সাইকেলিস্ট;
এছাড়া উপস্থিত ছিলেন সাকিব, বেলা; অনিন নাঈম খান, নগরের খবর, আসিব, আদ্বিকা, এবং চয়ন মন্ডল, সিয়াম।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ছয় মাস পর্যন্ত এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে “হেলদি সিটি ফোরাম”-এর কার্যক্রম চলমান থাকবে। এই সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করা হবে।
‘হেলদি সিটি ফোরাম’ গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো স্বাস্থ্যসম্মত, দূষণমুক্ত ও টেকসই নগর পরিবেশ গঠন করা। নগরজীবনে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে এমন তামাকের ব্যবহার, শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক বর্জ্য, ও পরিবেশ অবক্ষয় রোধে সচেতনতা তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি নাগরিকদের মধ্যে শারীরিক অনুশীলন (ফিজিক্যাল এক্সারসাইজ), হাঁটার সংস্কৃতি, সাইকেল ব্যবহারে উৎসাহ, এবং পুকুর-খালসহ প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ বিষয়ে কাজ করবে এই ফোরাম।
সভায় বক্তারা বলেন, একটি স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিক, সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন। এই লক্ষ্যে স্বাস্থ্যকর নগরী নির্মাণে আগ্রহী সকল সংগঠনকে ‘হেলদি সিটি ফোরাম’-এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, খুলনাকে একটি পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ফোরামটি কার্যকর ভূমিকা পালন করবে।