খুলনায় তামাকমুক্ত ও সুস্থ প্রজন্ম গঠনে সমন্বিত উদ্যোগ—জেলা পরিষদে আলোচনা সভা

খুলনা জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ “স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিয়াম (SEIAM), বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং জেলা পরিষদ যৌথভাবে অংশগ্রহণ করে স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।

সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিয়ামের পলিসি লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিয়মিত বাজেট বরাদ্দ, কার্যক্রম তদারকি এবং অগ্রগতি মূল্যায়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও কার্যকর করতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা” প্রণয়ন করেছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তামাক নিয়ন্ত্রণে বার্ষিক বাজেট বরাদ্দ করা এবং বাস্তবায়ন প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। এ নির্দেশিকার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় প্রয়োজন বলে তিনি মত দেন।

সভায় জানানো হয়, SEIAM দীর্ঘদিন ধরে খুলনা জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। অংশগ্রহণকারী সংগঠনগুলো মতামত দেয় যে মাঠ পর্যায়ে অভিজ্ঞ সামাজিক সংগঠনগুলোকে সরকারি বাজেটের আওতায় অনুদান প্রদান করলে মনিটরিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবভিত্তিকভাবে শক্তিশালী হবে।

আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণের পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও শারীরিক কার্যকলাপে যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। উপস্থিতদের মতে, সুস্থ সমাজ গঠন, স্বাস্থ্যকর জীবনধারা প্রচার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সক্ষমভাবে গড়ে তুলতে নিয়মিত শারীরিক কার্যকলাপ অপরিহার্য। এ কারণে স্থানীয় সরকার, সিভিল সোসাইটি সংগঠন ও যুব সম্প্রদায়ের সমন্বয়ে শারীরিক কার্যক্রমভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সম্পদ কুমার পাল, উপসহকারী জেলা পরিষদ; মোঃ এনায়েত হোসেন, অ্যাডভোকেট, খুলনা জজ কোর্ট; এস.এম.জি. নেওয়াজ, Tax Door; মোঃ মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর, সিয়াম; মোঃ সাকিব রহমান, এডমিন, সিয়াম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে স্থানীয় সরকার, প্রশাসন ও সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি তামাকমুক্ত, সুস্থ ও শক্তিশালী আগামী প্রজন্ম গঠন করা সম্ভব হবে।

Share This News