“জাতীয় যুব দিবসে অসামান্য অবদানের স্বীকৃতিতে ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার”

আগামী ১২ আগস্ট ২০২৫ এ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গত এক বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। সফলতা ও শ্রেষ্ঠত্বের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হবে।

আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান।

জানানো হয়, দুইটি ক্যাটাগরিতে মোট ২০টি পুরস্কার দেওয়া হবে—সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১৪ জন এবং যুব সংগঠক ক্যাটাগরিতে ৬টি সংগঠন পুরস্কৃত হবে। প্রতিটি পুরস্কারের অংশ হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও বিজয়ী যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় ২ লাখ যুবক-যুবতীকে কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন (২ হাজার ৫৩৪ জন যুবক এবং ২ হাজার ৪৫১ জন যুবতী) যুবাদের হাতে ৪৭ কোটি টাকার ঋণ পৌঁছে দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহায়তাকারী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় তারুণ্যের উৎসব হিসেবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ৬৪টি জেলায় আত্মকর্মী, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

বিগত ছয় মাসে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে নিয়োজিত না থাকা ৯ লাখ বেকার যুবক-যুবতীকে ‘আর্ন’ প্রকল্পের আওতায় কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

১২ আগস্ট ২০২৫ সকালে দিবসের শুরুতে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হবে, যা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে শেষ হবে।

পরে সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচিসহ নানা কার্যক্রম পালন করা হবে।

Share This News