তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যুগান্তকারী পদক্ষেপ: হেলদি সিটি ফোরামের অভিনন্দন।

২৪ ডিসেম্বর ২০২৫: দেশে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করার প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হওয়ায় হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তামাক ব্যবহার বাংলাদেশে ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ তামাকজনিত রোগে অকাল মৃত্যুবরণ করছেন। এই অধ্যাদেশের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় মাইলফলক হয়ে উঠবে।
অনুমোদিত অধ্যাদেশের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:

  • ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস- যেমন ই-সিগারেট (e-cigarette) বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), হিটেড টোব্যাকো প্রডাক্ট (HTP) ইত্যাদির ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।
  • ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞার আওতায় নিকোটিন পাউচ (Nicotine Pouch) অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানের পাশাপাশি সকল প্রকার তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ধূমপানের জন্য নির্ধারিত স্থান (Designated Smoking Area-DSA) রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে।
  • ‘পাবলিক প্লেস’ ও ‘পাবলিক পরিবহণ’-এর সংজ্ঞা ও অধিক্ষেত্র সম্প্রসারণ করা হয়েছে।
  • বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে।
  • তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে বিদ্যমান ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকা জুড়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রণের বিধান সংযোজন করা হয়েছে।

হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে বলা হয়, এই সংশোধনী তামাকমুক্ত সুস্থ নগর গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে যুবসমাজ ও অধূমপায়ীদের সুরক্ষায় এটি কার্যকর ভূমিকা পালন করবে।

হেলদি সিটি ফোরাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং উপদেষ্টা পরিষদকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানায় এবং অধ্যাদেশটি অবিলম্বে জারির জন্য লেজিসলেটিভ বিভাগের ভেটিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায়। হেলদি সিটি ফোরাম দেশের নগরায়ণে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণসহ বিভিন্ন উদ্যোগে কাজ করে যাচ্ছে এবং এই সংশোধনী বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ।

Share This News