টিসিবির নতুন চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, পিএসসি। তাঁর চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, এএফডব্লিউসি, পিএসসির স্থলাভিষিক্ত হবেন। টিসিবির সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফয়সাল আজাদ আগামীকাল বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করবেন। এ ছাড়া মো. মোস্তফা ইকবালকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে।

Share This News