সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২–এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ আব্দুল আজিজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
খান আসিফ বলেন, তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।