যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দেশের অন্যতম কয়লাভিত্তিক এ তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনশীল ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে ফিরতে ৮ থেকে ১০ দিন লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে উত্তরাঞ্চলে বিদ্যুৎবিভ্রাটের শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) বিদ্যুৎকেন্দ্র সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লা ব্যবহার করে কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট হলেও সর্বোচ্চ ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ছিল ৩ নম্বর ইউনিট। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে ২ নম্বর ইউনিট বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এর আগে ১৫ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদনশীল ৩ নম্বর ইউনিটের কার্যক্রম বন্ধ হয়ে যায়।মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয় তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।