ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে শুক্রবার(২১ ফেব্রুয়ারি) তাঁকে মির্জাপুর থানা থেকে টাঙ্গাইলের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, এএসআই আতিকুজ্জামানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
থানা-পুলিশ সূত্র জানায়, গত সোমবার(১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) ভোরে বাসের যাত্রীরা মির্জাপুর থানার পুলিশকে বিষয়টি জানান। সে সময় এএসআই আতিকুজ্জামান থানায় ডিউটি অফিসার ছিলেন। তিনি যাত্রীদের সঙ্গে ভালোভাবে কথা বলেননি বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা করার পর শনিবার(২২ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন।
এর আগে শুক্রবার(২১ ফেব্রুয়ারি) গতকাল নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।