খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের বাজার পরিদর্শন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার ৪ মাচ মঙ্গলবার সকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন করেন।

কেসিসি প্রশাসক বাজারে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে ব্যবসায়ীদের নিকট খোজ-খবর নেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পবিত্র রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

কেসিসি’র বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা সহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।