খুলনায় “আন্তর্জাতিক নারী দিবস” পালন

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বেসরকারি সংস্থা, খুলনা এর আয়োজনে “আন্তর্জাতিক নারী দিবস” পালন করা হয়।‘অধিকার, সমতা, ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে ০৮ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন এবং অতিথিরা স্টল পরিদর্শন করেন।

এছাড়া খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার।

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি,এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা।এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জনাব শেখ দিদারুল আলম, নারীনেত্রী অ্যাডভাকেট শামীমা সুলতানা শিলু প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেলার স্টল প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করেন।