কেসিসি’র উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার ৯ এপ্রিল ২০২৫ নগরীর বিভিন্ন সড়কে ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

অবৈধ দখল অপসারণকালে স্টেশন রোড থেকে খাবার অনুপযোগী বরফ মিশ্রিত শরবত বিক্রয়ের অপরাধে মো: সোহেল-কে ৫’শ টাকা, ফুটপথে ডেকোরেটর সামগ্রী ধৌত করার অপরাধে রয়্যাল মোড়স্থ প্রগতী ডেকোরেটর মালিক মো: কামাল হোসেন খান-কে ৩ হাজার টাকা, ট্রেড লাইলেন্স-এর ভিন্নতা থাকায় সাত রাস্তার মোড়ের পান-সিগারেট বিক্রেতা মো: বেল্লাল হোসেন-কে ১০ হাজার টাকা, ফুটপথের ওপর ফ্রিজ রাখার অপরাধে শেরে বাংলা রোডস্থ সুজন এন্টারপ্রাইজের মালিক এহসানুল হক সিদ্দিক (বেকারি ব্যবসায়ী)-কে ১ হাজার টাকা, ফুটপথের ওপর মটরসাইকেল মেরামত করার অপরাধে মো: রফিকুল ইসলাম-কে ৩ হাজার টাকা, ফুটপথের ওপর লোহার সীট রাখার অপরাধে ওয়ার্কশপ ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম-কে ৩ হাজার টাকা, একই অপরাধে মো: জাকির-কে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া অভিযানকালে কেসিসি’র মালিকানাধীন বড় বাজার সংলগ্ন নড়াইল কাছারী ঘাট থেকে অবৈধ দখলদারদের অপসারণসহ বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।