তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা: সুপ্রিম কোর্টে শুনানি আজ

মঙ্গলবার (২৬ আগস্ট) — তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর আজ শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ আগস্ট আবেদনকারীর পক্ষে শুনানির জন্য বিষয়টি উত্থাপনের পর আপিল বিভাগ শুনানির দিন ২৬ আগস্ট নির্ধারণ করেন। ওইদিন জামায়াতের পক্ষে বিষয়টি উত্থাপন করেছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও মতবিরোধ চলমান। বিরোধী দলগুলো মনে করে, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ ব্যবস্থা পুনর্বহাল করা প্রয়োজন। অপরদিকে সরকারপক্ষের দাবি, সংবিধান অনুযায়ী নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই ন্যস্ত থাকা উচিত।

আজকের শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায়ের পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত দেন, তা রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে ব্যাপক আগ্রহের সাথে প্রত্যাশিত হচ্ছে।

Share This News