দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা নেপাল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। চলমান এই অচলাবস্থার সমাধান খুঁজতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনাপ্রধানের ভিডিও বার্তা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সেনাপ্রধান সিগডেল বলেন, ‘জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষতি ঠেকানো আমাদের সবার দায়িত্ব‘।
তিনি আরও জানান, বিক্ষোভে প্রাণহানি ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান সেনাপ্রধান।
প্রধানমন্ত্রীর পদত্যাগ
টানা দুই দিনের সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিলে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ প্রজন্ম। সোমবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবনসহ সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং কয়েক শ’ বিক্ষোভকারী আহত হয়েছেন।
অস্বাভাবিক পরিস্থিতি
বর্তমান পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে সেনাপ্রধান অশোক রাজ সিগডেল বলেন, উত্তেজনা কমিয়ে আনতে ও রাজনৈতিক সমাধান খুঁজতে আলোচনায় বসাই একমাত্র পথ।
সূত্র: বিবিসি