সায়েন্সল্যাবে আজও শিক্ষার্থীদের অবরোধ, ভোগান্তি চরমে

আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা। যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।