স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রার দাবিতে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর খুলনায় সিয়াম এর পক্ষ থেকে যাত্রা শুরু করছে বিশেষ সাইকেলিস্ট টিম -এই টিমটি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ১৩০০ কি.মি ও ১৭টি জেলা অতিক্রম করবে।

হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন , তামাকমুক্ত বাংলাদেশ, কার্বন ফ্রি এনভায়রনমেন্ট, বিষমুক্ত খাবার এবং মাঠ পার্ক ও জলাশয় রক্ষার দাবিতে।

এই যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রধান অতিথি হিসেবে: মোঃ ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার খুলনা,
বিশেষ অতিথি: মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা,
বিশেষ অতিথি: সাইফুদ্দিন আহমেদ সমন্বয়কারী বাংলাদেশ তামাক বিরোধী জোট, সভাপতি মোঃ তৌফিকুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনা।
এছাড়াও থাকছে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও হেলথ, পরিবেশ,নাগরিক সংগঠন ও তামাক বিরোধী সকল এনজিও ও সংস্থাসমূহ।