মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেছেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিবর্তে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করাই হবে বুদ্ধিমানের কাজ।
সোমবার জাপান সফর শেষে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। হোয়াইট হাউজ পরে এই অডিও ফাইল প্রকাশ করে।
“ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তাদের উচিত যুদ্ধ শেষ করা,” ট্রাম্প বলেন। “যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে গড়িয়েছে।”
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
গত রবিবার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছেন যে, রাশিয়া তাদের অত্যাধুনিক পারমাণবিক শক্তি চালিত ‘বুরেভেস্তনিক’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং মস্কো শীঘ্রই এটি মোতায়েন করার পরিকল্পনা করছে।
রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করেছে।
ট্রাম্পের পাল্টা দাবি
রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মার্কিন সামরিক সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এতদূরে গিয়ে আঘাত হানার প্রয়োজন নেই, কারণ রাশিয়ার উপকূলেই মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে।
“তারা ভালোভাবেই জানে যে, আমাদের কাছে বিশ্বের সেরা পারমাণবিক সাবমেরিন রয়েছে,” ট্রাম্প বলেন। “তাদের তীরে পৌঁছাতে আমাদের ৮ হাজার মাইলও যেতে হবে না।”
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধ দ্রুত সমাপ্ত করার কথা বলে এলেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট সমাধান দেখা যায়নি।