ফের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান

ফের ইসরায়েলি সশস্ত্র বাহিনী পশ্চিম তীরের তুবাস শহর এবং সংলগ্ন আকাবা শহরে অভিযান চালিয়েছে। সোমবার ভোর থেকে এই হামলা চালানো হয় বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়। 

খবরে বলা হয়, এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা অভিযান। এর আগে চলতি সপ্তাহেই টানা চার দিন ধরে এই দুটি জায়গায় অভিযান চালানো হয়।

সোমবারের অভিযানে ইসরায়েলি সেনারা দুই স্থানের প্রবেশপথগুলো বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে।

অভিযান চলাকালে তুবাসে এক পরিবারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। 

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির স্থানীয় পরিচালক জানান, ঠিক এই একই যুবককে দুই দিন আগেও আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই সঙ্গে আরো ছয়জনকে আটক করা হয়, তবে পরবর্তী সময় সবাইকে ছেড়ে দেওয়া হয়।

Share This News