লুলা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, গেলেন না রাশিয়ায় ব্রিকস সম্মেলনে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। এ জন্য পূর্বনির্ধারিত রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। লুলার দেশটিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

জানা গেছে, লুলার আঘাত খুব একটা গুরুতর নয়। তবে চিকিৎসকেরা তাঁকে আপাতত আকাশপথে দীর্ঘ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলেছেন। এ জন্য গতকাল রোববার রাশিয়া সফর বাতিল করেন তিনি। ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট লুলা প্রাত্যহিক সাধারণ কাজকর্ম চালিয়ে যেতে পারবেন।

প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, গতাকল স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাশিয়ার উদ্দেশে ব্রাজিল ছাড়ার কথা ছিল প্রেসিডেন্ট লুলার। এখন ভিডিও কনফারেন্সে ব্রিকস সম্মেলনে যুক্ত হবেন তিনি।

লুলার চিকিৎসক রবার্তো কালিল এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে বলেন, বাড়িতে পড়ে গিয়ে মাথার পেছনের অংশে আঘাত পেয়েছেন প্রেসিডেন্ট লুলা। আঘাতপ্রাপ্ত জায়গায় সেলাই দিতে হয়েছে। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে সেটা গুরুতর নয়।

রবার্তো জানান, প্রেসিডেন্ট লুলা এখন ভালো আছেন। তিনি প্রাত্যহিক সাধারণ কাজকর্ম করে যেতে পারবেন।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে এক্স পোস্টে বলা হয়েছে, রাশিয়ায় ব্রিকস সম্মেলনে ব্রাজিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা।

One thought on “লুলা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, গেলেন না রাশিয়ায় ব্রিকস সম্মেলনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *