তামাকের নিকোটিন মারাত্মক আসক্তিকার। ধূমপানের নেশা প্রাণঘাতী। তামাকের নেশা থেকে মানুষকে দূরে রাখতে বাংলাদেশে তামাকপণ্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। তামাকপণ্যের মোড়কে দেওয়া সতর্কবার্তায় ধূমপান ও তামাক সেবনের কারণে সৃষ্ট রোগ যেমন: ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, এজমা/হাঁপানি এবং পরোক্ষ ধূমপানের ক্ষতি সম্পর্কিত বিভিন্ন রোগের চরম ভোগান্তি প্রচার করা হচ্ছে। সতর্কবার্তাগুলো দেখুন, বিশ্বাস করুন। নিজের ও প্রিয়জনদের জন্য ধূমপান ছাড়ুন, আজই….