হাইকোর্টে স্থগিতাদেশ: ৪০৬ গাড়িচালক নিয়োগ প্রক্রিয়া আটকে গেল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিবহন পুলে চলমান ৪০৬ জন গাড়িচালক নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ আর করা যাচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. জামিল হক।

আইনজীবী সাত্তার পালোয়ান বলেন, ২০১৮ সালে ইউএনও অফিসে কর্মরত ২৮ জন গাড়িচালকের চাকরি স্থায়ী করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তখন ৩০ দিনের মধ্যে রায় বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছর পার হলেও সেই রায় কার্যকর হয়নি। উল্টো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবহন পুল কর্তৃপক্ষ।

এরপর ২০২১ সালে আবেদনকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন। তখন হাইকোর্ট ওই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। এ বিষয়ে পরিবহন পুলের করা দুটি আপিলও চলতি বছরের ১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন।

কিন্তু এরপরও গত ৩ সেপ্টেম্বর পরিবহন পুল নতুন করে ৪০৬ জন গাড়িচালক নিয়োগের লিখিত পরীক্ষার প্রক্রিয়া শুরু করে। এ অবস্থায় আবেদনকারীরা আদালত অবমাননার মামলায় সম্পূরক আবেদন জমা দেন এবং নিয়োগ সংক্রান্ত গত বছরের ১৭ নভেম্বরের সার্কুলার স্থগিতের আবেদন করেন।

হাইকোর্টের এ আদেশে আপাতত ৪০৬ গাড়িচালক নিয়োগ কার্যক্রম থেমে গেল।