আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দলটিকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে তারা।
শনিবার(২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকার পানির ট্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আপ বাংলাদেশের নেতা-কর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ দেশের রাজপথে মিছিল করার অধিকার কোথায় পেল? এ সরকারকে মনে রাখতে হবে, তারা শহীদ ভাইদের রক্তের ওপর ক্ষমতায় এসেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এ দেশে থাকতে পারে না।
আরেক উদ্যোক্তা রাফায়েত সালমান বলেন, ফ্যাসিবাদ–পরবর্তী বাংলাদেশের ৯ মাস অতিবাহিত হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে পতিত স্বৈরাচারের বিভিন্ন দল ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ঢাকা শহর ও দেশের বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে। ঝটিকা মিছিল করছে।
রাফায়েত সালমান আরও বলেন, ৫ আগস্ট দেশের মানুষের রায়ের মাধ্যমে আওয়ামী লীগের ও শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার ও খুনি হাসিনার বিচারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করে দেশের মাটিকে অপরাধীমুক্ত করতে হবে।
মিছিলে ‘ বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আওয়ামী লীগের রাজনীতি, নিষিদ্ধ নিষিদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।