খুলনা আদালতে রক্তাক্ত সংঘর্ষ: হত্যা মামলার শুনানিতে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ


সাবেক ইউপি সদস্য ফারুক মীর হত্যা মামলার হাজিরায় এসে আদালত প্রাঙ্গণেই রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়েন বাদী ও আসামি পক্ষ। সোমবার বিকেলে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে যাওয়া এই ঘটনায় বাবর আলী (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।


কীভাবে শুরু হলো সংঘর্ষ?
মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম শহিদুল ইসলামের বরাত দিয়ে জানা যায়, তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মীর হত্যা মামলার নিয়মিত হাজিরা ছিল সোমবার। আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসার পর মামলার বাদী ও আসামি পক্ষের মধ্যে প্রথমে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।
কথা কাটাকাটি থেকে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মুহূর্তেই দুই পক্ষ একে অপরকে ধাওয়া করতে শুরু করে। একপর্যায়ে সংঘর্ষ আরও তীব্র হলে দুই পক্ষই হাতের কাছে পাওয়া ইট, পাটকেল ও অন্যান্য শক্ত বস্তু ছুড়তে থাকে। এই সংঘর্ষে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন বাবর আলী।


ফারুক মীর হত্যা মামলা: পটভূমি
গত বছর ৫ সেপ্টেম্বর তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মীর সন্ত্রাসী হামলায় নিহত হন। তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মামলার আসামি ও বাদী পক্ষের মধ্যে গভীর শত্রুতা রয়েছে বলে জানা গেছে।
আদালতের পবিত্র প্রাঙ্গণে এই ধরনের সহিংস সংঘর্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। স্থানীয়রা বলছেন, বিচার কার্যক্রম চলাকালীন এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আদালতের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।
আহত বাবর আলীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।