ধূমপান করায় হট্টগোলঃ তরুণীকে উদ্ধার করে থানায় আনল পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নিয়ে এসেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে ওই তরুণী ধূমপান করছিলেন। স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। এ হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তরুণীকে আটক করা হয়নি। নিরাপদ হেফাজতের জন্য তাঁকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তরুণীর পরিবার থানায় এসেছে।

ডিসি ইবনে মিজান জানান, ওই তরুণী বর্তমানে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গে তাঁর এক বান্ধবীও ছিলেন।