বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন ও শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের জন্য কেএমপি কমিশনারকে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
কিন্তু হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানিয়েছে।