ক্যাম্পাসে ঢাকা ব্রডকাস্ট আয়োজনে কনসার্টে ধুমপান বন্ধে সক্রিয় ভুমিকা নেয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিমকে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে থ্যাঙ্কস লেটার দেয়া হয়েছে। ১৮ নভেম্বর দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে তামাক বিরোধী জোটের কর্মকর্তারা এ থ্যাঙ্কস লেটার উপাচার্যের হাতে তুলে দেন। একই সাথে কনসার্টের মধ্য দিয়ে ধুমপানের আগ্রাসণের সম্ভাব্য তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেনকেও থ্যাঙ্কস লেটার প্রদান করা হয়েছে।



বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময়কালে থ্যাঙ্কস লেটার গ্রহণ করে উপাচার্য ক্যাম্পাসে ধুমপানে কোন সুযোগ নেই উল্লেখ করে বলেন, শুরু থেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধুমপান ও তামাক মুক্ত। এখন পর্যন্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলের সহযোগিতায় এ ধারা অব্যাহত রয়েছে। কনসার্টকে ঘিরে একটা সমস্যা সৃষ্টির দিকে যাচ্ছিল। কিন্তু সকলের সহযোগিতায় আমরা সে সম্ভাবনাকে নশ্চ্যাত করতে সক্ষম হয়েছি। আগামীতে এ ধারা ক্যাম্পাসে চলবে। ধুমপান ও তামাক বিরোধী অবস্থানে সকলেই সরব থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ তামাক বিরোধী জোটের কর্মকর্তা ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি, ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অফ প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহ, সিয়ামের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম অফিসার ইমরান মিয়া ও রাকিব হাসান এবং বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন উপস্থিত ছিলেন।