খুলনায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৪ উদযাপিত

গত ১২ নভেম্বর, ২০২৪ (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)- খুলনা চ্যাপ্টার, খুলনা সিটি কর্পোরেশন এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিস (এআরসি) প্রকল্প এর সহযোগিতায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৪ উদযাপিত হয়। এবারের বিশ্ব নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য ছিল “সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বিআইপির বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ তবিবুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি বাংলাদেশের প্রতিনিধি জাহিদ ফারুক ও এআরসি প্রকল্প (ব্র্যাক) এর প্রকল্প প্রধান ফারহানা আফরোজ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স খুলনা চ্যাপ্টার চেয়ারম্যান আবির উল জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইপি খুলনা চ্যাপ্টার এর সেক্রেটারি আসিফ আহমেদ।

পরবর্তীতে বিআইপির সভাপতি এবং বোর্ড মেম্বারগণ খুলনা সিটি কর্পোরেশনে খুলনা সিটি কর্পোরেশন এর প্রধান পরিকল্পনা কর্মকর্তা পরিকল্পনাবিদ আবির উল জব্বার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর বিভাগীয় প্রধান ড. মো: মনজুর মোরশেদ এবং বিভাগের ফ্যাকাল্টি মেম্বার এবং বিআইপি স্টুডেন্ট চ্যাপ্টার কুয়েটের এর সাথে সাক্ষাৎ করেন।

সবশেষে বিআইপি খুলনা চ্যাপ্টার কর্তৃক একটি নৈশভোজ আয়োজিত হয়। সেখানে বিআইপি’র সভাপতি এবং বোর্ড মেম্বারগণ, বিআইপি খুলনা চ্যাপ্টার, বিআইপি স্টুডেন্ট চ্যাপ্টার খুলনা বিশ্ববিদ্যালয়, বিআইপি স্টুডেন্ট চ্যাপ্টার কুয়েট প্রতিনিধি এবং মেম্বারগণ অংশগ্রহণ করেন।