অসংক্রামক রোগ প্রতিরোধে বাজেট বরাদ্দ-শীর্ষক আলোচনা সভা

অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ,পার্ক ও উন্মুক্ত স্থানের জন্য বাজেট বরাদ্দ-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রূয়ারী ২০২৫ বিকালে সিয়ামের কনফারেন্স রুমে সিএলপিএ এবং সিয়ামের যৌথ উদ্দ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‍খুলনা সিটি কর্পোরেশনের চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরন করে,যা দেশের মোট মৃত্যুর প্রায় ৬৭% এবং এর মধ্যে ২২% হয় অকাল মৃত্যু। ডায়াবেটিকস,হৃদরোগ,স্ট্রোক এবং ক্যান্সারের মত রোগে আক্রান্ত হলে মানুষ দীর্ঘমেয়াদে ভোগে,যা ব্যাক্তিগত ও পারিবারিকভাবে শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির কারন। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস,নিয়মিত কায়িক পরিশ্রম,তামাক ব্যবহার নিয়ন্ত্রন এবং পরিবেশ দূষন কমানোর মাধ্যমে অকাল মৃত্যু রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন,বাংলাদেশের মানুষ পর্যাপ্ত শরীর চর্চা করে না। ২০২৮ সালের জরিপ অনুযায়ী দেশের ২৯.১৩% জনগোষ্ঠী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত শারীরিক পরিশ্রম (প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ঘাম ঝরানো শরীরচর্চা) করে না। এছাড়াও দেশের ২০.৫% প্রাপ্তবয়স্ক মানুষ অতিরিক্ত ওজনজনিত সমস্যায় ভুগছেন,যার মধ্যে ২৫.১% নারী এবং ১৬.০% পুরুষ। আমাদের দেশে প্রায় ২৬% মানুষ অপর্যাপ্ত শরীরচর্চা করে এবং ১৩% পুরুষ এবং ২২% নারীর অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে। ১৯৮০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রাপ্তবয়স্কদের ৭% এবং শিশুদের ৩% অতিরিক্ত ওজনজনিত সমস্যায় ভুগছিল,যা ২০১৩ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৭% এবং শিশুদের মধ্যে ৪০৫% বেড়ে যায়। বিবাহিত নারীদের মধ্যে ১৮% অতিরিক্ত ওজনজনিত সমস্যা রয়েছে।

এ অবস্থায় দেশের সকল সিটি কর্পোরেশন,জেলা,উপজেলা এবং ইউনিয়নে খেলাধুলা ও শরীরচর্চায় জনসাধারনের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করা জরুরী। স্থানীয় সরকার প্রশাসন যেমন পৌরসভা,ইউনিয়ন পরিষদ এবং সিটি কপোরেশন থেকে বাজেট বরাদ্দ নিয়ে খেলাধুলার জন্য মাঠ,পার্ক এবং পুকুর সংরক্ষন করতে হবে। সে কারনে সকল প্রতিষ্ঠান হতে উপরোক্ত খাতে যথাযথ বাজেট বরাদ্দ করনের মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভুমিকা রেখে সুস্থ খুলনা নগর গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা একান্ত জরুরী।

আলোচনা সভায় সিয়ামের নির্বাহী পরিচালক মোঃ মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিয়ামের প্রকল্প কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান শাকিল,রাজিব সাহা,সোহাগ সাহা,নগরের খবরের বার্তা সম্পাদক তানজিলা খাতুন,ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান,মোঃইমরান মিয়া,শিক্ষক আয়শা কনিকা,কাজী সুমনা,ব্যবসায়ী মোঃ আজিজুল হক আযম প্রমুখ।