বাংলাদেশের মানুষের তরমুজরে চাহিদা মেটাতে কয়রা উপজেলা অন্যতম। কয়রা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ি এ বছর কয়রাতে ৪২০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত।
বুধবার ৯ এপ্রিল ২০২৫ খুলনা জেলার কয়রা উপজেলার আমাদীতে তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলার বিভিন্ন স্থানে কাজী সিডস কোম্পানির অগ্নী জাতের তরমুজের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরম এবং লবনসহনশীল হওয়ায় খারাপ আবহাওয়া থাকা সত্বেও দারুন ফলন হয়েছে।
হরিকাটি গ্রামের দিলীপ বলেন, আমি কয়েক বছর যাবত অল্প কয়েক বিঘাতে লাগাই কিন্তু এবছর প্রচন্ড | গরমে একমাত্র অগ্নী জাতের তরমুজটি চমৎকার হয়েছে। আগামী বছর আমি আরো বেশি জায়গায় লাগাবো।


তরমুজ চাষী নত সরকার বলেন, এবছর আমরা অগ্নী জাতের তরমুজ পেয়েছিলাম বলে লাভরে মুখ দেখতে পাচ্ছি। একমাত্র অগ্নী জাতটির ফলের ওজন বেশী হয়েছে। গড়ে সাত থেকে আট কেজি পর্যন্ত পাচ্ছি। বিরুপ আবহাওয়ায় অন্য কোম্পানির ফলের ওজন অনেক কম হয়েছে এবং সাইজ ভালো হয়নি।
বীজ ব্যবসায়ি রেজাউল করিম বলেন, অগ্নী জাপানি জাত হওয়ায় এর গুনগত মান সব সময় একই থাকে। কৃষক এই জাতটি নেয়রা জন্য সিজেনের প্রথম থেকে আমাদের সাথে যোগাযোগ করে।
কাজী সিডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী সোহেল রানা বলেন, আমরা সবসময় কৃষকের স্বার্থের কথা বিবেচনা করে বীজ আমদানি করি। আমরা অগ্নী জাতের যে তরমুজ বীজটি কৃষক পর্যায়ে বিক্রি করি তা প্রচন্ড শীত, প্রচন্ড গরম এবং লবনপানি সহনশীল। কৃষক খুব উৎসাহের সাথে আমাদের বীজ ক্রয় করে থাকে।
মাঠ দিবস চলাকালে বিভিন্ন পর্যায়ের কৃষক, এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করে এবং মাঠের ফসল পরিদর্শন করে।