খুলনা জেলায় ১ম বারের মতো জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতা

১লা মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ (শনিবার) খুলনা জেলায় ১ম বারের মতো জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা।

খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ,পিপিএ,।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আজকের সমাপনীতে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা ও খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বয়রা, খুলনা বিতর্ক প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বয়রা, খুলনা এবং রানার্সআপ হয় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।