নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫: ০৮:২৯ পিএম
ডাব্লিউবিবি ট্রাস্টের নেতৃত্বে আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)-এর একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হুসাইন এর সাথে সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলের পক্ষ থেকে তামাক কোম্পানীর আইন লংঘনের চিত্র তুলে ধরার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি সোসাইটি (ডাস) এর সহযোগী কর্মসূচি সমন্বয়ক মো. রবিউল আলম, হিসাব ও প্রশাসন সমন্বয়ক রূপালি খাতুন। নাটাবে’র কর্মসূচি কর্মকর্তা কানিজ ফাতেমা রুশি ও ডাব্লিউবিবি ট্রাস্ট-এর হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান ও নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে তামাক কোম্পানির বেপরোয়া আইন লংঘনের তথ্য ও ছবি প্রদান করেন। তারা বলেন, “তামাক কোম্পানির আইন লঙ্ঘনের চিত্র আমরা সারাদেশ থেকে নিয়মিতভাবে সংগ্রহ করি এবং প্রতি তিন মাস অন্তর প্রাপ্ত তথ্য জেলা প্রশাসনের সাথে শেয়ার করি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে তামাকের বিজ্ঞাপন অপসারনে পদক্ষেপ গ্রহণ করলেও ঢাকা জেলাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে না। তামাক কোম্পানিগুলো এ সুযোগ কাজে লাগিয়ে আগ্রাসীভাবে বিজ্ঞাপন প্রদান করছে। জেলা প্রশাসক মহোদয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। পরে প্রতিনিধিদল পৃথকভাবে সরাসরি ঢাকা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথেও তামাক নিয়ন্ত্রণ আইন লংঘনের তথ্য বিনিময় করেন।