মেয়েকে হত্যার অভিযোগে মা আটক

রাজধানীর খিলগাঁওয়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।শুক্রবার(৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আয়না নূর ইসলাম। তাঁর মা খিলগাঁও থানা হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার রহমান বলেন, শিশুটির মা-বাবার মধ্যে বিরোধ রয়েছে। তাঁরা আলাদা থাকেন। শিশুটির মায়ের ছয় মাসের আরেকটি সন্তান রয়েছে। তিনি দুই সন্তানকে নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল রাতে তিনি তাঁর তিন বছরের কন্যা আয়না নূরকে পিটিয়ে জখম করেন। পরে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা গুলজার রহমান জানান, শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য মাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। আর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

Share This News