হাদির অবস্থা সংকটজনক: পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ

মস্তিষ্কে গুলিবিদ্ধ হাদি এখনও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক

শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন দিন তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. রহমান জানান, গুলি হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম বা মস্তিষ্কের কাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শরীরের প্রাণরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

“আমরা একে ম্যাসিভ ব্রেন ইনজুরি বা ব্যাপক মস্তিষ্ক আঘাত হিসেবে দেখছি,” বলেন ডা. রহমান। “এই মুহূর্তে কোনো নতুন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়। আমরা শুধু রোগীকে লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা করছি।”

চিকিৎসক জানান, পরিস্থিতির ভয়াবহতার কথা তুলে ধরে বলেন যে, হাদিকে বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে সুস্থ হওয়ার কোনো নিশ্চয়তা এখনই দেওয়া সম্ভব নয়।

তবে আশার সামান্য আলো রয়েছে বলেও জানান ডা. রহমান। “এখনো প্রাণের লক্ষণ রয়েছে। অপারেশনের সময় রোগীর নিজে থেকে শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গেছে।”

তবে সামনের পথ মোটেই সহজ নয় বলেও সতর্ক করেন তিনি। হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় তার নাক ও গলা দিয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হয়, যদিও পরে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

“এখন আশার কোনো গল্প বলার মতো পরিস্থিতি নেই,” স্পষ্ট ভাষায় বলেন ডা. রহমান। “পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

চিকিৎসক দল চব্বিশ ঘণ্টা নজরদারি অব্যাহত রেখেছেন। ডা. রহমানের ভাষায়, আগামী ৭২ ঘণ্টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সময়।

Share This News