হিজবুল্লাহকে অর্থায়ন করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের একাধিক শাখায় হামলা করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল রোববার রাতে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণের শহরতলিতে ১১ বার হামলা চালানো হয়েছে। সেগুলোর বেশ কয়েকটির লক্ষ্যবস্তু ছিল আল-কারদ আল-হাসান।
বৈরুতের বিমানবন্দরের কাছেও একটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননে মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইসরায়েলের হামলার কারণে বহু মানুষ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন। তাঁদের একটি বড় অংশ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছেন।
এএফপির একটি ভিডিওতে বৈরুত বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
হিজবুল্লাহ গতকাল রোববার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা বলেছে। তবে কোথায় ড্রোনটি ভূপাতিত হয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। সীমান্তের ওপারে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়ার কথাও তারা বলেছে।
এর আগে রোববার ভোরে লেবাননে বেশ কয়েকবার বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ‘ইচ্ছা করে’ তাদের একটি অবস্থানের ক্ষতি করেছে।
This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place